নিহতরা হলেন- সাহাব উদ্দিন (৫০) ও শিশু অলি আহাম্মেদ সিজান (১২)। তাদের বাড়ি নীলফামারী জেলায়।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পাকার মাথা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিন্নাত আলী বাংলানিউজকে জানান, রংপুর থেকে সৈয়দপুরগামী পিকআপভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের নাম-পরিচয় জানা যায়নি বলেও জানান ওসি জিন্নাত আলী।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
আরআইএস/