ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

তারাগঞ্জে পিকআপভ্যান- বাসের সংঘর্ষে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
তারাগঞ্জে পিকআপভ্যান- বাসের সংঘর্ষে নিহত ২

রংপুর: রংপুরের তারাগঞ্জ উপজেলায় পিকআপভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নিহতরা হলেন- সাহাব উদ্দিন (৫০) ও শিশু অলি আহাম্মেদ সিজান (১২)।  তাদের বাড়ি নীলফামারী জেলায়।

তারা পিকআপভ্যানে করে ফরিদপুর সদরপুর উপজেলার আটরশির ওরশ থেকে ফিরছিলেন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পাকার মাথা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিন্নাত আলী বাংলানিউজকে জানান, রংপুর থেকে সৈয়দপুরগামী পিকআপভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।  

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের নাম-পরিচয় জানা যায়নি বলেও জানান ওসি জিন্নাত আলী।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।