ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে ১৭০০ পিস ইয়াবাসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
টঙ্গীতে ১৭০০ পিস ইয়াবাসহ যুবক আটক

গাজীপুর: গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে এক হাজার ৭০০ পিস ইয়াবাসহ আরিফ হোসেন (২৭) নামে এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে আটক করা হয়। আটক আরিফ হোসেন ভোলার সদর উপজেলার নানপুর এলাকার আলতাব হোসেনের ছেলে।

 

ঢাকা কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক জানান, আটক আরিফ হোসেন একটি ট্রেনে করে ঢাকা যাচ্ছিলো। পথে টঙ্গী রেলওয়ে স্টেশনে পৌঁছালে তার চলাফেরা দেখে টঙ্গী রেলওয়ে পুলিশের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদ এবং তার হাতে থাকা একটি ব্যাগ তল্লাশি করে উক্ত সংখ্যক ইয়াবা জব্দ করে তাকে আটক করা হয়।  

এ ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় একটি মাদক মামলার প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) তাকে আদালতে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।