ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও কানের দুল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও কানের দুল জব্দ জব্দ হওয়া ভারতীয় মালামাল

নারায়ণগঞ্জ: ভারত থেকে অবৈধভাবে আমদানী করা শাড়ি, থ্রি-পিস ও কানের দুল (সিটি গোল্ড) জব্দ করেছে নারায়ণগঞ্জ পাগলা কোস্টগার্ড স্টেশনের সদস্যরা। 

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কোস্টগার্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে মুন্সিগঞ্জের লৌহজং থানাধীন মাওয়া ফেরিঘাট এলাকায় মালিকবিহীন অবস্থায় পরিবহন থেকে অবৈধভাবে আনা ভারতীয় শাড়ি ১৮০টি, থ্রি-পিস ১২৬টি ও কানের দুল (সিটি গোল্ড) ৩৮ হাজার ৮শ জোড়া জব্দ করা  হয়।

তবে এসময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড সদস্যরা।

পরবর্তীতে বিকেলে আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য জব্দ হওয়া মালামাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ) কার্যালয়ের গুলিস্থানস্থ গোডাউনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সাইফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কোস্টগার্ড পাগলার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ জানান, চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।