ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
গাংনীতে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

মেহেরপুর: ল্যাব অপরিচ্ছন্ন ও রিএজেন্ট স্বল্পতার অভিযোগে মেহেরপুরের গাংনী শহরের রবিউল মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজ আলমের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের সদস্য ডা. সজীব উদ্দীন স্বাধীন বাংলানিউজকে জানান, বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন রবিউল মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায়।

এসময় ল্যাব অপরিচ্ছন্ন ও রিএজেন্ট স্বল্পতার অভিযোগ প্রতিষ্ঠানের মালিক তরিকুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।