ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে ফেনসিডিলসহ ছাত্রলীগ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
আদিতমারীতে ফেনসিডিলসহ ছাত্রলীগ কর্মী আটক আদিতমারীতে ফেনসিডিলসহ ছাত্রলীগ নেতা আটক

লালমনিরহাট: লালমনিরহাটে তিন বোতল ফেনসিডিলসহ আদিতমারী ডিগ্রি কলেজের ছাত্রলীগ কর্মী নওশেদ আহমেদ সুজনকে (২৩) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভাদাই ইউনিয়নের আবুল কাশেম হিমাগার এলাকা থেকে তাকে আটক করা হয়।

সুজন মিয়া উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের কিসামত চরিতাবাড়ি এলাকার সুরুজ আলীর ছেলে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কিশামত চরিতাবাড়ি আদিতমারী বাইপাস সড়কের আবুল কাশেম হিমাগার এলাকায় অভিযান চালিয়ে সুজনকে মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি চালিয়ে তিন বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

আদিতমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাঈদুল ইসলাম বাবু বাংলানিউজকে জানান, সুজন আদিতমারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।  কিন্তু নেশাগ্রস্থ হওয়ায় ওই কমিটি অনুমোদন করা হয়নি।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।