ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক-হেলপার নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
ফেনীতে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক-হেলপার নিহত ফেনীতে নিহত মিনি ট্রাক চালক ইকবাল হোসেন ও হেলপার শামীম হোসেন/ ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় মিনি ট্রাক চালক ও হেলপার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- মিনি ট্রাক চালক ইকবাল হোসেন ও হেলপার শামীম হোসেন।

ইকবাল ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের বাসিন্দা ও শামীম সেনবাগ উপজেলার বাটচারী ইউনিয়নের বাসিন্দা।

মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুল আলম বাংলানিউজকে জানান, কাভার্ডভ্যান এবং মিনি ট্রাকটি চট্টগ্রাম অভিমুখী ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জে পৌঁছালে কাভার্ডভ্যানটি মিনি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়। নিহতদের মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
এসএইচডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।