ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বিপন্ন কচ্ছপ বিক্রির দায়ে তিনজনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
বিপন্ন কচ্ছপ বিক্রির দায়ে তিনজনের কারাদণ্ড

ঢাকা: রাজধানীর শাঁখারিবাজার এলাকায় বিপন্ন প্রজাতির কচ্ছপ বিক্রির অপরাধে তিন জনকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে শাঁখারিবাজারে অভিযান চালিয়ে র‌্যাবের-১০ এর সদস্যরা ওই তিন বিক্রেতাকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮ 
এসজেএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।