ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে বিদেশি অস্ত্র ও গুলিসহ আটক ১

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
সাভারে বিদেশি অস্ত্র ও গুলিসহ আটক ১

সাভার (ঢাকা): সাভারে বিদেশি অস্ত্র ও গুলিসহ মোস্তফা মিয়া নামে (২৩) এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১ এর সদস্যরা। 

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে সাভার পৌরসভার পশ্চিম রাজাশন মহল্লার আলামিনের রিকশা গ্যারেজ থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ওই গ্যারেজে  অভিযান চালায় র‌্যাব।

এসময় মোস্তফাকে আটক করে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন পাওয়া যায়। সকালে তাকে সাভার মডেল থানায় সোপর্দ করা হয়।  

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বাংলানিউজকে জানান, আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি নরসিংদীর পলাশ থানার বসন্তপুর গ্রামের সেলিম আলীর ছেলে।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।