ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নাইক্ষ্যংছড়িতে ডাকাতের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
নাইক্ষ্যংছড়িতে ডাকাতের মরদেহ উদ্ধার

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় আব্দুর রশিদ (৩৯) নামে এক ডাকাতের  গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাইশারী ইউনিয়নের চাড়াবুনিয়ারপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের করলিয়ামুরা এলাকার বাসিন্দা।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু মুসা বাংলানিউজকে জানান, দুপুরে চাড়াবুনিয়ারপাড়ায় আব্দুর রশিদের গুলিবিদ্ধ মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠায়। তার শরীরে দু’টি গুলির চিহ্ন পাওয়া গেছে। দুই গ্রুপের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরো জানান, আব্দুর রশিদ চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় তিনটি ও এবং রামু থানায় একটি ডাকাতি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।