ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পল্লবীতে রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেফতার ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
পল্লবীতে রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেফতার ২

ঢাকা: রাজধানীর পল্লবীতে রাস্তা থেকে তুলে নিয়ে এক পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ওই নারীরই মামলার প্রেক্ষিতে হানিফ (৪২) ও আনোয়ার (৪০) নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে পল্লবীর প্যারিস রোড থেকে ওই নারীকে তুলে নিয়ে গণধর্ষণ করা হয়। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে তেজগাঁওয়ে ভিকটিম সাপোর্ট সেন্টারে ভর্তি করা হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বাংলানিউজকে জানান, ওই নারী পল্লবীতেই থাকেন। তিনি শ্রমিক হিসেবে নিকটস্থ একটি কারখানায় কাজ করেন। বিবাহিত হলেও স্বামীর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।  

বৃহস্পতিবার রাতে পরিচিত এক ব্যক্তির সঙ্গে প্যারিস রোডে কথা বলছিলেন তিনি। এ সময় সাইফুল নামে একজন হানিফ ও আনোয়ারকে সঙ্গে নিয়ে ওই ব্যক্তিকে মারধর করেন। এরপর ওই নারীকে ধরে সাইফুলের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই নারী।

ওসি জানান, ওই নারী নিজেই বাদী হয়ে থানায় মামলা করেছেন। তার মামলার সূত্র ধরে হানিফ ও আনোয়ারকে গ্রেফতার করা হয়েছে। সাইফুলকেও গ্রেফতারের চেষ্টা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।