ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বাঘাইছড়িতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
বাঘাইছড়িতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে আহত ৪ দুর্ঘটনা কবলিত চান্দের গাড়ি/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পর্যটকবাহী চান্দের গাড়ি খাদে পড়ে চারজন আহত হয়েছেন।

আহতরা হলেন- তাসনিয়া হাবিবা (২৭), তুহিন (৩৫), মো. নুরুল ইসলাম (২৯) ও মো. সুমন (৩৪)। তারা সবাই চট্টগ্রাম জেলার বাসিন্দা।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার সাজেক ইউনিয়নের হাউজপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাংলানিউজকে জানায়, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে প্রথম খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিসিৎসার জন্য তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান।

সাজেক থানার সহকারী পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।