ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মুলাদীতে পানিতে ডুবে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
মুলাদীতে পানিতে ডুবে যুবকের মৃত্যু

বরিশাল: বরিশালের মুলাদীতে আড়িয়াল খাঁ নদে গোসল করেত গিয়ে রুবেল মোল্লা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রুবেল মোল্লা মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামের মফিজ মোল্লার ছেলে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নদী থেকে তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে শুক্রবার দুপুরে উপজেলার চরকালেখান ইউনিয়নের দক্ষিণ গলইভাঙ্গা গ্রাম সংলগ্ন নদে গোসল করতে গিয়ে নিঁখোজ হয় রুবেল মোল্লা।  

রুবেলের বোন এ্যানি বাংলানিউজকে জানান, মুলাদীতে তার (বোনের) শ্বশুর বাড়িতে বেড়াতে আসে রুবেল। জুমার নামাজের আগে রুবেল গোসল করতে যায়। এসময় নদের গভীর পানিতে ডুব দিয়ে নিঁখোজ হয় রুবেল। অনেক খোঁজাখুজির পর সন্ধ্যায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।