ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

হেঁটে ১৫০ কিলোমিটার পথে ওরা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
হেঁটে ১৫০ কিলোমিটার পথে ওরা! পদব্রজে যাত্রা

নীলফামারী: রিফাত আফসানা পাখি, আলমগীর হোসেন, রহিমা আক্তার ও মাহমুদ ইসলাম আকাশ। এরমধ্যে দু’জন রোভার ও দু’জন গার্ল ইন রোভার। প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের জন্য পরিভ্রমণ ব্যাজ নিতে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছে।

‘সবাই মিলে দিব কর, দেশ হবে স্বনির্ভর, দুর্নীতি বন্ধ করি, উন্নত দেশ গড়ি, ও নিয়ম মেনে চালাই গাড়ি, দুর্ঘটনা রোধ করি’ এই স্লোগানে পদব্রজে যাত্রা করেছেন তারা।  

রংপুর থেকে পঞ্চগড় মহারাজার দিঘী রুটে মোট ১৫০ কিলোমিটার সড়ক পথে এ অভিযান শুরু করেছে।

যাত্রাপথে সৈয়দপুর উপজেলা, নীলফামারী জেলা, দেবীগঞ্জ উপজেলা ডাকবাংলো ও মহারাজার দিঘি এলাকায় রাত্রীযাপন করবেন তারা।

শনিবার সকালে (২৪ ফেব্রুয়ারি) ওই দলের সঙ্গে কথা হয় সৈয়দপুরের ইন্টারন্যাশনাল স্কুলে।  

এসময় সৈয়দপুর উপজেলা স্কাউটের সভাপতি ও সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম সঙ্গে ছিলেন। এরআগে ভ্রমণকারী দলটি সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদের সঙ্গে দেখা করে মতবিনিময় করেন।

দলের সব ভ্রমণকারী অধ্যায়নরত ছাত্র-ছাত্রী। এরমধ্যে রিফাত আফসানা পাখি মাস্টার্স (অর্থনীতি), আলমগীর হোসেন অনার্স (রাস্ট্রবিজ্ঞান), রহিমা আক্তার বিএসএস (পাশ) ও মাহমুদ ইসলাম আকাশ অনার্স (রসায়ন) নিয়ে পড়াশোনা করছেন।  

তারা জানান, রংপুর জেলা রোভারের রেজিস্ট্রেশন নিয়ে রংপুর সরকারি কলেজ থেকে গত শুক্রাবার (২৩ ফেব্রুয়ারি) যাত্রা শুরু করেছে। আগামি ২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ১৫০ কিলোমিটার সড়ক পথে পাড়ি দিয়ে যাত্রা শেষ করবেন।

যাত্রাপথে সবার সহযোগিতা পাচ্ছেন বলেও দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।