ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

২৪ দেশের শান্তিরক্ষীদের প্রশিক্ষণ ২৬ ফেব্রুয়ারি শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
২৪ দেশের শান্তিরক্ষীদের প্রশিক্ষণ ২৬ ফেব্রুয়ারি শুরু সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল আহমদ। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: বাংলাদেশসহ ২৪টি দেশের শান্তিরক্ষীদের প্রশিক্ষণ গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে ২৬ ফেব্রুয়ারি শুরু হবে। যা আগামী ১২ মার্চ পর্যন্ত চলবে। এতে ১ হাজার ৩শ’র বেশি সেনা সদস্য অংশ নেবেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকা সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানায়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল আহমদ।

উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তা মেজর ক্যাসেঞ্জ জেসিকি।

ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল আহমদ বলেন, রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ‘অনুশীলন শান্তিদূত-৪’ নামে এ প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাস্ট্রের প্যাসিফিক কমান্ড।

‘এতে পৃষ্ঠপোষকতা করেছে অপারেশনস ইনশিয়েটিভ (জিপিওআই)। এর আগে বাংলাদেশে ২০০২, ২০০৮ এবং ২০১২ সালে এ ধরনের প্রশিক্ষণ হয়েছে। ’

তিনি বলেন, ৪১টি দেশকে আমন্ত্রণ জানালেও শেষ পর্যন্ত ২৪টি দেশ অংশ নিচ্ছে। বাংলাদেশ ছাড়াও এ প্রশিক্ষণে অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া, বসনিয়া-হার্জেগোভেনিয়া, কম্বোডিয়া, কানাডা,ফিজি, ঘানা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, জর্ডান, কিরগিজস্তান, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, নেপাল, নিউজিল্যান্ড, পেরু, ফিলিপাইন, রুয়ান্ডা, সেনেগাল, সিয়েরালিওন, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম।

২৬ ফেব্রুয়ারি এ প্রশিক্ষণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। সমাপ্তি ঘোষণা করবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
কেজেড/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।