ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পত্নীতলায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
পত্নীতলায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

নওগাঁ: নওগাঁর পত্নীতলা উপজেলায় সুলতানা আক্তার বুলবুলি (৪০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্বামী নুর ইসলাম। এ ঘটনায় নুর ইসলামকে আটক করা হয়েছে।

বুলবুলি আক্তার উপজেলার মাটিন্দর গ্রামের নুর ইসলামের স্ত্রী। এবং একই গ্রামের আজিজার রহমানের মেয়ে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বুলবুলির স্বামী নুর ইসলামের দেওয়া জবানবন্দিতে জানা যায়, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিবাদ হয়। একপর্যায়ে নুর ইসলাম বুলবুলিকে প্রথমে বুকে আঘাত করে এবং পরে তার মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

ওসি আরও জানান, ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুর ইসলামকে আটক করে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার করে নওগাঁ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবং ঘাতকের নামে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।