ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বাঁধ নির্মাণে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
বাঁধ নির্মাণে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন “হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও” আন্দোলনের মানববন্ধন

সুনামগঞ্জ: সুনামগঞ্জের প্রায় সবগুলো হাওরের বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে “হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও” আন্দোলন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশগ্রহণ করে।

হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভ’র পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সদস্য মুর্শেদ আলম, ইয়‍াকুব বখত বহলুল, সাবেক কাউন্সিলর শামিম রেজা
সামু, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, মাসুম হেলাল, এমরানুল হক চৌধুরী, এ কে কুদরত পাশা, বাঁধ বিষয়ক সম্পাদক ওবায়দুল হক মিলন, জনসংযোগ বিষয়ক সম্পাদক শহিদনুর আহমদ প্রমুখ।
মানববন্ধন চলাকালে বক্তার‍া বলেন, আমরা দু’মাস আগে বাঁধ নির্মাণে সেনাবাহিনীর অর্ন্তভুক্তিসহ তিনটি দাবি জানিয়ে ছিলাম কিন্তু এর একটিও বাস্তবায়ন হয়নি। বাঁধ নির্মাণ, নদী খননসহ সব কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়নি এবং বাঁধ নির্মাণে নীতিমালা লংঘন, অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণ বাতিল করা হয়নি। আগামী ২৮ ফেব্রুয়ারি বাঁধ নিমার্ণের শেষ তারিখ হলেও এখন পর্যন্ত অধিকাংশ নির্মাণাধীন বাঁধের কাজ শেষ হয়নি।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।