ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কলাবাগানে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
কলাবাগানে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

ঢাকা: রাজধানীর কলাবাগান এলাকায় সিমা আক্তার (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে স্বজনদের দাবি।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ওই এলাকার দ্বিতীয় তলার একটি বাসায় এ ঘটনা ঘটে।

এ সময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢাকমে) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, সিমার স্বামী অমিত হাসান পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই-বোন ছিলেন। পারিবারিকভাবেই গত তিন মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা কলাবাগান এলাকার ওই বাসায় বসবাস করছেন।

অমিত বাংলানিউজকে বলেন, সকালে তার স্ত্রী সিমাকে বাসায় রেখে কাজে চলে যান। পরে বাসা থেকে খবর আসে সিমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

কিন্তু কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানাতে পারেনি পরিবারের সদস্যরা।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
এজেডএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।