ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে সোয়েটার কারখানায় আগুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
সাভারে সোয়েটার কারখানায় আগুন

সাভার (ঢাকা): সাভারের তেঁতুলঝরা ইউনিয়নে জুশরাত নামে একটি সোয়েটার কারখানায় আগুন লেগেছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয়।

শ্রমিকরা জানায়, দুপুরে জুশরাত কারখানার একটি অংশে হঠাৎ আগুন লাগে।

পরে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। একপর্যায়ে সাভার ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ বাংলানিউজকে জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিদিষ্ট করে জানানো সম্ভব নয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।