ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

৭ম দিনেও বিসিসির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
৭ম দিনেও বিসিসির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

বরিশাল: বকেয়া বেতনের দাবিতে সাতদিন ধরে কর্মবিরতি পালন করছে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সপ্তম দিনেও সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দাপ্তরিক সব কাজ বন্ধ রেখে নগর ভবনের দ্বিতীয় তলায় মেয়রের কক্ষের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করে।

আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা জানান, বিসিসিতে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় দুই হাজার কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।

স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা সব শেষ জানুয়ারি মাসে গত বছরের আগস্ট মাসের বেতন পেয়েছেন। সে হিসেবে এখন স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের পাঁচ মাসের বেতন বকেয়া রয়েছে।  

অপরদিকে,  দৈনন্দিন মজুরি ভিত্তিক কর্মচারীদের চার মাসের বেতন বকেয়া হয়েছে। পাশাপাশি প্রভিডেন্টফান্ডের ২২ মাসের অর্থ বরাদ্দ হয়ে ব্যাংকে যায়নি। এমতাবস্থায় বেতন বকেয়া পড়ায় কর্মকর্তা-কর্মচারীদের মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে বলে জানান আন্দোলনকারীরা।

বকেয়া বেতন এবং ১০ মাসের প্রভিডেন্টফান্ডের অর্থ বরাদ্দ পাওয়ার দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা স্বাভাবিক কাজ বন্ধ রেখে নগর ভবনে অবস্থান নিয়েছেন। দাবি আদায় না হলে কাজে ফিরবেন না আন্দোলনকারীরা। তবে নাগরিকদের জরুরি সেবা যেমন ময়লা পরিস্কার, পানি, বিদ্যুৎ সেবার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের নগর ভবন শাখার সম্পাদক দীপক লাল মৃধা।  

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
এমএস/এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।