ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রসিকের সাবেক মেয়র ঝন্টু আর নেই 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
রসিকের সাবেক মেয়র ঝন্টু আর নেই  সদ্য প্রয়াত সরফুদ্দিন আহমেদ ঝন্টু। ফাইল ফটো

ঢাকা: রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। 

রোববার (২৫ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে বিকেল ৩টা ৪৪টা মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ঝন্টুর বয়স হয়েছিল ৬৬ বছর।

 

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুণ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, গত ৪ ফেব্রুয়ারি থেকে হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন তিনি।  

এর আগে গত ১ ফেব্রুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে ঝন্টুকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর তাকে গুরুতর অসুস্থ অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়। এরপর থেকে বিএসএমএমইউ হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি।

ঝন্টু রসিক এর প্রথম মেয়র। গতবছরের শেষ দিকে হওয়া সিটি করপোরেশনের দ্বিতীয় নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমানের কাছে হেরে যান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
এজেডএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।