ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার বাস চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
নওগাঁয় অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার বাস চলাচল বন্ধ

নওগাঁ: নওগাঁ থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেটসহ দূরপাল্লার সব রুটের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে নওগাঁ জেলা মোটর শ্রমিক সমিতি।

বগুড়ার শাহ ফতেহ আলী বাস মালিকপক্ষ ও নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে দ্বন্দ্বের জের ধরে শনিবার (২৪ ফেব্রুয়ারি) থেকে  এ ধর্মঘট শুরু করে নওগাঁ জেলা মোটর শ্রমিক সমিতি।

নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম লিটন জানান, মহাখালী থেকে নওগাঁর সাপাহার রুটে বগুড়া ও নওগাঁ শ্রমিক ইউনিয়নের দু’টি বাস সমঝোতা চুক্তির মাধ্যমে চলাচল করতো।

গত কয়েকদিন ধরে বগুড়ার শাহ ফতেহ আলী বাসের মালিকপক্ষ চুক্তি ভঙ্গ করে নওগাঁর বাসগুলো বগুড়ার ওপর দিয়ে আসতে বাধা দেয়। এরই জের ধরে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু করে নওগাঁ জেলা মোটর শ্রমিক সমিতি।

এদিকে সব রুটে বাস চলাচল বন্ধ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।