ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নির্বাচনে মধ্যস্থতার দরকার দেখছেন না বার্নিকাট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
নির্বাচনে মধ্যস্থতার দরকার দেখছেন না বার্নিকাট মার্শা ব্লুম বার্নিকাট

ঢাকা: বাংলাদেশে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন যুক্তরাষ্ট্র অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। তিনি এও বলেছেন, সামনের নির্বাচনের জন্য কারও মধ্যস্থতার প্রয়োজন নেই।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন রাষ্ট্রদূত।

বার্নিকাট বলেন, বাংলাদেশে আগামীতে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র।

অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র সব ধরনের সহায়তা করতে প্রস্তুত।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমার মতো আপনারাও গণতন্ত্রের মধ্যে আছেন। গণতন্ত্রের খাতিরে কথা বলার স্বাধীনতা ও জমায়েত হওয়ার অধিকারকে গুরুত্ব দিতে হবে।

এর আগে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে উল্লেখ করে বার্নিকাট বলেন, সেজন্য সামনের নির্বাচনেও কারও মধ্যস্থতার প্রয়োজন নেই।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
কেজেড/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।