ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় পিকনিকের বাস খাদে, ১৫ শিক্ষার্থী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
আখাউড়ায় পিকনিকের বাস খাদে, ১৫ শিক্ষার্থী আহত দুর্ঘটনা কবলিত বাস

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বনভোজনে যাওয়ার পথে একটি বাস খাদে পড়ে ১৫ কলেজ শিক্ষার্থী আহত হয়েছে।

আহতদের মধ্যে তিনজনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে আখাউড়া বাইপাস সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা পার্শ্ববর্তী কসবা উপজেলার গোপীনাথপুর আলহাজ শাহআলম কলেজের শিক্ষার্থী।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার বাংলানিউজকে জানান, পিকনিকের একটি বাস কসবার গোপীনাথপুর থেকে মৌলভীবাজারের লাউয়াছড়া যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে প্রায় ১৫ জন ছাত্রছাত্রী আহত হয়। এদের মধ্যে তিনজন গুরুতর আহত হয়।  

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।