ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

উজিরপুরে নিখোঁজ মৎস্য শ্রমিকের মরদেহ উদ্ধার    

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
উজিরপুরে নিখোঁজ মৎস্য শ্রমিকের মরদেহ উদ্ধার    

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলায় পানিতে পড়ে নিখোঁজ মৎস্য ঘেরের শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার দক্ষিণ সাতলা স্লুইজ গেট সংলগ্ন খাল (চ্যানেল) থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত অপু বাইন (৩০) উপজেলার উত্তর সাতলা এলাকার গৌরঙ্গ বাইনের ছেলে।

তিনি দক্ষিণ সাতলা এলাকায় মো. গিয়াস উদ্দিনের মাছের ঘেরে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উজিরপুরের দক্ষিণ সাতলার খালের স্লুইজ গেট সংলগ্ন স্থানে পড়ে যান তিনি।  খবর পেয়ে রাতেই বরিশাল নৌ ফায়ার স্টেশনের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। পরে সোমবার সকালে অপুর মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, ঘেরে পানি প্রবেশের সুবিধার জন্য খালের স্লুইজ গেটে জমে থাকা কচুরিপানা পরিষ্কার করতে নেমে নিখোঁজ হন তিনি। সকালে নদী সংলগ্ন স্লুইজ গেটের ওই চ্যানেলের একটি গর্তে আটকে যাওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।