ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে পৃথক অভিযানে ১৬ মণ জাটকা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
বরিশালে পৃথক অভিযানে ১৬ মণ জাটকা জব্দ জব্দ হওয়া জাটকা

বরিশাল: দক্ষিণজোন কোস্টগার্ড সদস্যদের পৃথক অভিযানে বরিশালে ১৬ মণ জাটকা জব্দ করা হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিজি স্টেশন কালিগঞ্জ কর্তৃক অভিযান পরিচালনা করে ১২ মণ জাটকা জব্দ করা হয়।

রোববার (২৫ ফব্রুয়ারি) দিবাগত রাতে কালিগঞ্জ লঞ্চঘাট এলাকা থেকে এমভি ফারহান-৩ এবং এমভি তাছরিফ-১ নামক লঞ্চে তল্লাশি চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।

অপরদিকে কোস্টগার্ড বরিশাল সিজি স্টেশানের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুরের কালাবদর নদীতে অভিযান চালায়। এসময় ভোলা থেকে বরিশালগামী দু’টি লঞ্চে অভিযান চালিয়ে চার মণ জাটকা জব্দ করে।  

জব্দ হওয়া জাটকা সোমবার সকালে গরীব-দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জনানো হয়।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।