ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ীতে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
গোদাগাড়ীতে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয় ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার রেলগেট বাইপাস মোড়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আলতাফ হোসেন বাংলানিউজকে জানান, রাজশাহী থেকে ছেড়ে যাওয়া শাহজালাল পরিবহনের (ঢাকা মেট্রো জ-০৪-০৭৫২) একটি যাত্রীবাহী বাস গোদাগাড়ী রেলগেট বাইপাস মোড়ে পৌঁছালে বিপরীত দিকে থেকে ছেড়ে আসা বেঙ্গল পরিবহনের (রাজশাহী মেট্রো-জ ১১-০০২৩) যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাস চালকসহ অন্তত ১৫ যাত্রী আহত হন।

তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে গুরুতর অবস্থায় পাঁচজনকে রামেক হাসপাতালে পাঠায় স্থানীয়রা। তারা বর্তমানে ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর বাস দু’টিকে রাস্তা থেকে সরিয়ে আনার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।