ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ২ যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ২ যুবকের যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত নাজমুল (৩০) ও আজম ওরফে সাগর (৩০)।

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অপরাধে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাহাম্মুদুল হক এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন-নন্দলালপুরের নাজমুল (৩০) ও আজম ওরফে সাগর (৩০)।

কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ২০১৫ সালের ২৮ আগস্ট সকালে মেয়েটি নাজমুলের অটোরিকশায় করে প্রাইভেট পড়তে যাচ্ছিল। কিছুদূর যাওয়ার পর উপজেলার আলাউদ্দিন নগর মোড়ে নাজমুল অটোরিকশা থামিয়ে তার বন্ধু আজমকে মোবাইল ফোনের মাধ্যমে ডেকে আনেন। পরে আজম আসার পর তারা মেয়েটিকে অপহরণ করে কুষ্টিয়া শহরের একটি বাসায় আটকে রেখে ধর্ষণ করেন। এ ঘটনায় মেয়েটি বাদি হয়ে কুমারখালী থানায় মামলা দায়ের করে। মামলার শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় সোমবার বিচারক এ রায় দেন।  

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।