ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নন্দীগ্রামে ৪ ব্যবসায়ীকে জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
নন্দীগ্রামে ৪ ব্যবসায়ীকে জরিমানা 

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও রেস্টুরেন্টে নোংড়া পরিবেশের অপরাধে চার ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অধিদফতরের বগুড়ার সহকারী পরিচালক দেবাশীস রায় এ অর্থদণ্ড দেন।

নন্দীগ্রাম উপজেলা সেনেটারি ইন্সপেক্টর জামিল হোসেন বাংলানিউজকে জানান, নোংড়া পরিবেশের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উপজেলার রণবাঘা বাজারের আব্দুস সালাম রেস্টুরেন্টকে ৪ হাজার, ওমরপুর বাজারের সোহাগ মহন্তের রেস্টুরেন্টকে ২ হাজার, পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকার আলম হোসেনের রেস্টুরেন্টকে ১ হাজার ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে বাদশা ফার্মেসির মালিক আল-মাসুদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান এ অভিযানে সহায়তা করেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
এমবিএইচ/এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।