ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষকের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়লো চোর

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
শিক্ষকের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়লো চোর

রংপুর: রংপুরের বদরগঞ্জে দিনে দুপুরে আজিজুল ইসলাম খান নামে এক কলেজ শিক্ষকের বাড়িতে চুরি করার সময় স্থানীয়দের হাতে ধরা পড়লো হিরু মিয়া নামে এক চোর।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের পাঠানেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। চোর হিরু মিয়া পার্বতীপুর পৌরসভার ধুপিপাড়া মহল্লার জয়নাল মিয়ার ছেলে।

জানা যায়, বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আজিজুল ইসলাম খান ও তার স্ত্রী বাড়ির বাইরে থাকার সুযোগে চোর হিরু মিয়া প্রাচীর টপকে ভেতরে ঢুকে আলমারি ভেঙে ফেলে। এসময় আলমারি ভাঙার শব্দে প্রতিবেশীরা টের পেলে সবাই একজোট হয়ে বাড়িতে ঢুকে হাতেনাতে চোর হিরু মিয়াকে ধরে ফেলে।

কলেজ শিক্ষক আজিজুল বাংলানিউজকে বলেন, ‘আমি ও আমার স্ত্রী বাড়ির বাইরে থাকায় সুযোগ বুঝে এ চুরির ঘটনা ঘটিয়েছে। চোরকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়েছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বাংলানিউজকে বলেন, বিষয়টি শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।