ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

এবিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশন স্মারক বক্তৃতা বুধবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
এবিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশন স্মারক বক্তৃতা বুধবার

ঢাকা: এবিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশনের উদ্যাগে প্রতিবছর সাংবাদিকতায় আজীবন সম্মাননা দেওয়ার পাশাপাশি স্মারক বক্তৃতার আয়োজন করা হয়। 

এবার আজীবন সম্মাননা পাচ্ছেন প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। আর ‘নিখোঁজ সংস্কৃতি ও গণমাধ্যমের সংবেদনশীলতা’ শীর্ষক স্মারক বক্তৃতা দেবেন বিশিষ্ট সাংবাদিক ও টিভি ব্যাক্তিত্ব আবু সাঈদ খান।

 

সোমবার (২৬ ফেব্রুয়ারি) ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমার পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।