ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে ২ পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
আড়াইহাজারে ২ পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০ নারায়ণগঞ্জের মানচিত্র। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। 

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার খাগকান্দা ইউনিয়নের শোভারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

আহতদের মধ্যে সেলিম, রহিমা, মফিজ উদ্দিন, দ্বীন মোহাম্মদ, নাজমা, জামিনা ও রোকেয়াকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র  করে ওই গ্রামের দ্বীন মোহাম্মদ ও মফিজ উদ্দিনের লোকদের মধ্যে সংঘর্ষের ঘটে।  

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।