ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ইয়াবা-গাঁজাসহ আটক ৩ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
বরিশালে ইয়াবা-গাঁজাসহ আটক ৩  আটক দুই মাদক বিক্রেতারা

বরিশাল: বরিশালে পৃথক অভিযানে ৪৯৭ পিস ইয়াবা ট্যাবলেট ও দেড় কেজি গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- বরিশাল মেট্রোপলিটন বন্দর থানাধীন দূর্গাপুর এলাকার মৃত মো. মজিদ মুন্সির ছেলে আসলাম (৪৫), আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া এলাকার মো. জব্বার ঢালীর ছেলে মিলন ঢালী (১৯) ও মাদারীপুরের কালকিনি উপজেলার সিটিখান গ্রামের মৃত দেলোয়ার হোসেন মোল্লার ছেলে হালান মোল্লা (২৪)।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল র‌্যাব-৮ এর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গৌরনদী থানাধীন আশোকাঠীর হ্যালিপ্যাড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব।

এসময় পার্শবর্তী আগৈলঝাড়া উপজেলার মিলন ঢালীকে ৪৯৭ পিস ইয়াবাসহ আটক করা হয়।

র‌্যাব-৮ এর বরিশাল সিপিএসসি ডিএডি মো. লুৎফর রহমান বাদী হয়ে গৌরনদী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

এরআগে সোমবার রাত ৯টার দিকে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে দূর্গাপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৫শ গ্রাম গাঁজাসহ মো. আসলাম ওরফে দুখু মিয়াকে আটক করা হয়।

অপরদিকে বরিশালের গৌরনদী উপজেলার বাঘমারা এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ হালান মোল্লাকে আটক করেছে থানা পুলিশ।  

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আফজাল হোসেন জানান, আটকদের বিরুদ্ধে গৌরনদী মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘন্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।