ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নলডাঙ্গায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
নলডাঙ্গায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু বিজ্ঞান মেলার আলোচনা সভা

নাটোর: ‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ’ এই স্লোগানকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গা উপজেলায় দুই দিনব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে এ প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. রেজা হাসান।

পরে  ইউএনও’র সভাপতিত্বে  আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক এসএম ফিরোজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মহুয়া পারভিন লিপি, উপজেলা আওয়ামী লীগের  যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ তোতা, নলডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র সাহেব আলী, নলডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ডা. শেখ মজিবুর রহমান, ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফিজুর রহমান বাবু, মাধনগর ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন দেওয়ান, খাজুরা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, পিপরুল ইউপি চেয়ারম্যান কলিমুদ্দিন, বিপ্রবেলঘড়িয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিনসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা চত্বরে মেলায় ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টল স্থান পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।