ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কেন্দুয়ায় ৭ জুয়াড়ি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
কেন্দুয়ায় ৭ জুয়াড়ি আটক আটক সাত জুয়াড়ি

নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া বাজার এলাকায়  জুয়ার আসর থেকে সাত জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় কেন্দুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাশেম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে জুয়াড়িদের খেলার আসর থেকে হাতেনাতে আটক করা হয়।

আটকরা হলেন- ময়মনসিংহের নান্দাইল উপজেলার সুন্দাইল গ্রামের শাহজাহান (৩৮), মোশারফ (৩৫), হাইরুল (২৮) ও কেন্দুয়া উপজেলার নাজমুল (৩০), রুবেল (২৭), আলমগীর (২৭) এবং ফারুক (২৬)।

এসআই আবুল হাশেম বাংলানিউজকে বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।