ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বৈধতা না থাকায় গাংনী প্যারামেডিকেল ইনস্টিটিউট সিলগালা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
বৈধতা না থাকায় গাংনী প্যারামেডিকেল ইনস্টিটিউট সিলগালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: অবশেষে সিলগালা করে দেওয়া হয়েছে অনুমোদন বিহীন গাংনী প্যারামেডিকেল অ্যান্ড নার্সিং প্রশিক্ষণ ইনস্টিটিউট।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেন শহরের হাটবোয়ালীয়া রোডের ওই প্রশিক্ষণ কেন্দ্রটিতে তালা লাগিয়ে সিলগালা করে দেন।

এসময় উপস্থিত ছিলেন-মেহেরপুর সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সজীব উদ্দীন স্বাধীন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সহকারী পরিচালক সেলিমুজ্জামান, গাংনী উপজেলা খাদ্য পরিদর্শক মশিউর রহমান ও গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার বিশ্বাস।

অনুমোদন না নিয়ে ডাক্তার, নার্স ও কোনো প্রকার যন্ত্রপাতি না থাকার পরও প্যারামেডিকেল ও নার্সিং বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর মেহেরপুরের জেলা প্রশাসক পরিমল সিংহের নির্দেশে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রধান সিভিল সার্জনের প্রতিনিধি ডা. সজীব উদ্দীন স্বাধীনের দেওয়া প্রতিবেদনের পর ওই প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় প্রশাসন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, গাংনী প্যারামেডিকেল অ্যান্ড নার্সিং প্রশিক্ষণ ইনস্টিটিউটের লাইসেন্স না থাকায় ওই প্রতিষ্ঠানটির সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়ে সিলগালা করে দেওয়া হয়েছে। এছাড়া সামনে থাকা সাইনবোর্ডটি উপড়ে ফেলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।