ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে আগুনে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
শিবগঞ্জে আগুনে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগুন লেগে একটি শিশুর মৃত্যু হয়েছে। একই সময় তিনটি গরুও মারা যায়।

শুক্রবার (৯ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার হঠাৎপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম নবী (৯)।

সে ওই এলাকার সুমন আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী তৌফিক বাংলানিউজকে জানান, হঠাৎপাড়ার এজাবুল হকের বাড়ির গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য একটি পাত্রে ধ‍ূপ জ্বালানো ছিল। সেই গোয়াল ঘরেই ঘুমিয়ে ছিলেন এজাবুল হকের স্ত্রী ও তার নাতি নবী। ওই ধূপ থেকে গোয়াল ঘরে আগুন লেগে যায়। টের পেয়ে এজাবুল হকের স্ত্রী ঘর থেকে বের হয়ে এলেও শিশু নবী বের হতে পারেনি। আগুনে দগ্ধ হয়ে গোয়াল ঘরেই মারা যায় নবীসহ তিনটি গরু। একসঙ্গে পুড়ে যায় বাড়ির অন্য ঘরগুলো।

পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। খবর পেয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।