শুক্রবার (০৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টায় এ অগ্নিকাণ্ড ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অ্যাডভোকেট নূরুল ইসলাম সরদার শাহজাহান বাংলানিউজকে বলেন, রাতে শহরের খুমুরিয়া কলেজ রোড এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
আরেক ক্ষতিগ্রস্ত পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্রী তাপসী বাংলানিউজকে বলেন, মুহূর্তের মধ্যে আমাদের মেসে আগুন ছড়িয়ে পড়লে আমরা দ্রুত নিরাপদে যাই। তবে আগুনে আমার সার্টিফিকেটসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মো. আব্দুল হক বাংলানিউজকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। পরে পেট্রোলের দোকানের সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন আরো ভয়াবহ রূপ নেয়।
পিরোজপুর সদর থানার উপ পরিদর্শক (এসআই) মো. মামুন-অর-রশিদ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
টিএ