ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে ফেনসিডিলসহ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
শিবগঞ্জে ফেনসিডিলসহ বিক্রেতা আটক ফেনসিডিলসহ আটক যুবক

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে ৮১৩ বোতল ফেনসিডিলসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

আটক ব্যক্তি হলো দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার বড়বাড়িয়া বাজিতপুর পূর্বপাড়া গ্রামের মৃত ছানা মিয়ার ছেলে বেলাল হোসেন (২২)।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, কানসাট বাজারের গোপালনগর মোড়ে মেসার্স সুমন ফিলিং স্টেশনে এক মাদক বিক্রেতা ঢাকায় নিয়ে যাওয়ার জন্য একটি কাভার্ডভ্যানে ফেনসিডিল নিয়ে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। পরে কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৮১৩ বোতল ফেনসিডিলসহ বেলালকে হাতেনাতে আটক করে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।