শনিবার (১০ মার্চ) দুপুর ১টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৯ সিলেট ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। গ্রেফতারকৃত সিজিল আহম্মেদ সিলেটের ওসমানী নগর এলাকার গিয়াস মিয়ার ছেলে।
মো. মনিরুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছিলেন সিজিল। গোপন খবরের ভিত্তিতে বাহুবল উপজেলার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
আরএ