শনিবার (১০ মার্চ) দুপুর ১২টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম ও পঞ্চগড় পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহম্মেদ। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পঞ্চগড় সদর উপজেলা প্রশাসন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।
মেলায় পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৫টি স্টলে তাদের উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে অংশ নিয়েছে। এছাড়া ক্ষুদে বিজ্ঞানী শিক্ষার্থীরা তাদের নিজেদের উদ্ভাবনী বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করছে।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
টিএ