ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ভবন ধস, আহত ২ শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
ফরিদপুরে ভবন ধস, আহত ২ শিক্ষার্থী স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ভবন ধসস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। ছবি: বাংলানিউজ।

ফরিদপুর: ফরিদপুর সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের লোহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ভবন ধস হয়েছে। এতে আহত হয়েছে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থী।

শনিবার (১০ মার্চ) বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে বলে বাংলানিউজকে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পূরবী গোলসার।

স্কুলের প্রধান শিক্ষিক শাহিন খান জানান, স্কুলের টিফিন পিরিয়ড চলাকালে স্কুলের পাশের জেলা পরিষদের কমিউনিটি ভবনের দেয়াল ও ছাদ ধসে যায়।

এতে আহত শিক্ষার্থী দু’জনের নাম শাহেদ ফকির ও উজ্জ্বল। তাদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ভবন ধসস্থলে উদ্ধার অভিযান চালায়।  বিকেল ৫টায় উদ্ধার তৎপরতা শেষ করে তারা।

এদিকে ভবন ধসের ঘটনায় চরবিষ্ণপুর ইউনিয়নের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ্, জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।