ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামানের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল এক স্কুলছাত্রী।
শনিবার (১০ মার্চ) দুপুরে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কচুখালী গ্রামের আনোয়ার হোসেন কাগুচীর বাড়িতে উপস্থিত হয়ে তিনি এ বাল্যবিয়ে বন্ধ করেন।
ইউএনও মো. কামরুজজামান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও জেলা প্রশাসক ইফতেখার হোসেনের নির্দেশে তিনি অন্য সহকর্মীদের নিয়ে কচুখালী গ্রামের আনোয়ারের বাড়িতে যান।
এসময় অষ্টম শ্রেণিতে পড়ুয়া কিশোরীর বাল্যবিয়ের প্রস্তুতির বিষয়টি সত্য হওয়ায় মেয়ের ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করে দেন।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
আরবি/
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।