শনিবার (১০ মার্চ) সকালে তাদের আটক করা হয়। আটকরা হলেন- আকরাম হোসাইন (৩২) ও সাইদুল (২৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ঘোড়াশাল টুল প্লাজায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৯২ বোতল ফেনসিডিলসহ আকরাম ও সাইফুলকে আটক করা হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল রহমান বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে আরো বেশ কয়েকটি মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
এনটি