আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (১০ মার্চ) জাতীয় শিল্পকলা একাডেমিতে ৩ দিনব্যাপী উইল ফেস্টে ‘স্টার্টআপ টক: ইন্সপেয়ারিং উইমেন মিডিয়া’ শীর্ষক প্যানেল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত প্যানেল আলোচনা সভা পরিচালনা করেন ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম।
সভায় সাংবাদিক সুমনা শারমীন বলেন, সাংবাদিকতা বা অন্য কর্মক্ষেত্রে সংখ্যায় আগের চেয়ে এখন নারীরা অনেক এগিয়েছে। এখন সময় এসেছে কাজের মানের উন্নয়নের দিকে নজর দেওয়ার।
‘কর্মক্ষেত্রে সুযোগ-সুবিধা পাওয়া গেলেও টিকে থাকতে হয় নিজ যোগ্যতা ও দক্ষতা দিয়ে। আর সাংবাদিকতায় এর কোনো বিকল্প নেই। ’
নতুনদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকতা একটা চমৎকার, মজার এবং মহৎ পেশা। এটি চ্যালেঞ্জিং পেশাও বটে। আপনারাও আসেন। তবে যারা আসতে চান তারা যোগ্যতা অর্জন করে জেনে বুঝেই আসবেন।
টেলিভিশন সাংবাদিক মিথিলা ফারজানা বলেন, কর্মক্ষেত্রে নারীদের দুই গোল দিতে হয়। এ ক্ষেত্রে ছেলেদের একটি গোলই যথেষ্ট। কিন্তু মেয়েদের ক্ষেত্রে তা নয়। একটি গোল হচ্ছে কর্মক্ষেত্র, আরেকটি পরিবার, সমাজ ও রাস্তাঘাট। এজন্য সব কিছু সামাল দিতে নারীকে দক্ষতা ও যোগ্যতা অর্জন করতেই হবে।
‘সাংবাদিকতা করতে এলে পরিবার থেকে নানা প্রতিবন্ধকতা আসতে পারে। অন্য কর্মক্ষেত্রে যতটা বোঝাতে হয় না, গণমাধ্যমে কাজ করতে এলে নারীদের পরিবারকে আলাদা করে বোঝাতে হয়। তবে আগের থেকে এ অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। ’
প্যানেল আলোচনায় সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের কর্মীরাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
এমসি/এমএ