ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

তাপমাত্রা হঠাৎ বাড়ছে ৪-৫ ডিগ্রি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
তাপমাত্রা হঠাৎ বাড়ছে ৪-৫ ডিগ্রি প্রখর রোদে তৃষ্ণার্ত মন পানি পান করতে চায়। ছবি: সংগৃহীত

ঢাকা: গ্রীষ্মকাল না আসলেও বাড়ছে তাপমাত্রা। উঠানামাও করছে ৪-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কোনো দিন প্রখর রোদ, আবার কোনো দিন কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ। চলতি মাসে আবহাওয়ার এমন বিরুপ রুপ বিরাজ করছে প্রকৃতিতে। এই বিরুপ আবহাওয়ার কারণে প্রাণীকূলের মধ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, শনিবারের (১০ মার্চ) যে তাপমাত্রা তা রোববার (১১ মার্চ) অন্তত চার ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। আর আগামী কয়েকদিনে তা বাড়বে ৫ ডিগ্রি পর্যন্ত।

সপ্তাহ পর হঠাৎ করেই তা আবার ৬ ডিগ্রি নিচে নেমে যাবে। এই সময়ে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
 
আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, ঢাকায় মৌসুমের সর্বোচ্চ ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গত ৪ মার্চ। একইদিনে যশোরে উঠেছিলো ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
 
শনিবার (১০ মার্চ) ঢাকায় ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একইদিন খুলনা ও বরিশালে ৩৪ ডিগ্রি, রাজশাহীতে ৩৩, সিলেট ও চট্টগ্রামে ৩১ দশমিক ৯ এবং রংপুর ও ময়মনসিংহে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।  
 
আবহাওয়ার একটি বিশেষায়িত ওয়েবসাইটের তথ্য বলছে, রোববার প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে ঢাকায়। সেদিন ৩৬ ডিগ্রি পর্যন্ত উঠবে তাপমাত্রার পারদ। সোম ও মঙ্গলবার একই তাপমাত্রা থাকবে। বুধ ও বৃহস্পতিবার উঠবে ৩৭ ডিগ্রিতে। ১৬ মার্চ শুক্রবার ৩৬ ডিগ্রি থাকলেও এরপর ৫ ডিগ্রি কমে ৩১ ডিগ্রিতে আসবে তাপমাত্রা। পরবর্তী অন্তত এক সপ্তাহ এ তাপমাত্রা বিরাজ করবে।
      
আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বাংলানিউজকে বলেন, মার্চ মাস থেকে গ্রীষ্মকালের প্রি-মৌসুম শুরু হয়। এসময় সূর্য কিরণ বাড়ছে অর্থাৎ দিন বড় হচ্ছে। তবে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বলে মনে করেন এ আবহাওয়াবিদ।
 
রুহুল কুদ্দুস বলেন, রবি ও সোমবারের দিকে তাপমাত্রা একটু বাড়বে। বরিশালে বেড়েছে আজ। তবে ১১-১২ মার্চের পর দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
 
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
 
পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
 
মার্চ মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়, এপ্রিলে দিনের তাপমাত্রা স্বাভাবিকের (৩৪-৩৬ ডিগ্রি সেলসিয়াস) চেয়ে এক থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকার সম্ভাবনা আছে। একইসঙ্গে মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে একটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
 
এ মাসে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দু’দিন ও দেশের অন্যত্র ৪ থেকে ৫ দিন শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী বা বজ্রঝড় হতে পারে।
 
অন্যদিকে এপ্রিলে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (>৪০ ডিগ্রি সে.) এবং অন্যত্র ১-২টি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সে.)/মাঝারি (৩৮-৪০ সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
 
এপ্রিল মাসে দেশে স্বাভাবিক/স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে বঙ্গোপসাগরে ১-২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
 
এ মাসে দেশের উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত ২-৩ দিন বজ্রসহ মাঝারি/ তীব্র কালবৈশাখী/বজ্রঝড় ও দেশের অন্যত্র ৪-৫ দিন হাল্কা/মাঝারি কালবৈশাখী/ বজ্রঝড় হতে পারে।
 
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।