ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কৃষকদের দুঃখ নিরসনে কাজ করছে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
কৃষকদের দুঃখ নিরসনে কাজ করছে সরকার খাল পুনঃ খনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন রেলপথমন্ত্রী মুজিবুল হক। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: কৃষকদের দুঃখ নিরসনে আওয়ামী লীগ সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী মুজিবুল হক।

শনিবার (১০ মার্চ) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি এলাকায় জাঙ্গালিয়া (জাঙ্গী), বারমাসি ও হান্ডিছাড়া নামক তিনটি খাল পুনঃ খনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।

এক কোটি একাত্তর লাখ টাকা ব্যয়ে তিনটি খাল পুনঃ খননের উদ্বোধন করেন রেলপথমন্ত্রী মুজিবুল হক।

এসময় চিওড়া ইউনিয়নের সাকছি সৈয়দ বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের একটি ভবন ও কাশিনগর বিএম উচ্চ বিদ্যালয়ে মুজিবুল হক তোরণ এবং স্থায়ী মঞ্চ উদ্বোধন করেন মন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথমন্ত্রী বলেন, কৃষকদের দুঃখ নিরসনে আওয়ামী লীগ কাজ করছে সরকার। তাই এ খালগুলো পুনঃ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার বাবুল চন্দ্র শীল, পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, জগন্নাথদীঘি ইউপি চেয়ারম্যান হাজী জানে আলম ভুঁইয়া, পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী এবিএম খান মুজাহিদ, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, বাতিসা ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন টিপু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।