ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চাকরির বয়সসীমা বাড়ানোর দাবিতে বিক্ষোভ, পুলিশের বাধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
চাকরির বয়সসীমা বাড়ানোর দাবিতে বিক্ষোভ, পুলিশের বাধা সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর দাবিতে শিক্ষার্থীদের বি‌ক্ষোভ।

ঢাকা: সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ ও বাংলামোটর এলাকায় শিক্ষার্থীরা বি‌ক্ষোভ শুরু করলে এতে বাধা দেয় পুলিশ।

শনিবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ' ব্যানারে রাজধানীর শাহবাগ ও বাংলা‌মোট‌রে বি‌ক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে শাহবাগ থেকে বাংলামোটরের দিকে যেতে চাইলে পুলিশ এতে বাধা দেয়।

সংগঠনটির একজন মুখপাত্র ইমতিয়াজ হোসেন বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে মাধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করেছেন। কিন্তু বিশ্বের সবগুলো মধ্যম আয়ের দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫। সুতরাং, বাংলা‌দে‌শের মানুষ কেন এ সুযোগ পাবে না? 

বিক্ষোভে পুলিশের বাধা প্রসঙ্গে ইমতিয়াজ হোসেন অভিযোগ করে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে শাহবাগ থেকে বাংলামোটরের দিকে যেতে চাইলে পুলিশ আমাদের উপর চড়াও হয়। এতে আমাদের অনেকেই আহত হয়েছেন এবং অন্তত ২০-২৫ জনকে আটক করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, এ ঘটনায় আহত হয়ে ঝুমা (২৯) নামে এক শিক্ষার্থী দুপুরে চিকিৎসা নিয়েছেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, আন্দোলনের নামে রাস্তায় নেমে বিশৃঙ্খলার চেষ্টা করা হলে কয়েকজনকে আটক করা হয়।

বিক্ষোভ প্রসঙ্গে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল বাশার জানান, শিক্ষার্থীরা বাংলা‌মোট‌রে বি‌ক্ষোভ ক‌রে। পরে পু‌লিশ তাদের চ‌লে যে‌তে বল‌লে, তারা সেখান থে‌কে চ‌লে যায়।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
পিএম/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।