ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কলহের জেরে মেয়েকে বিষ খাইয়ে মেরে বাবার আত্মহনন চেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
কলহের জেরে মেয়েকে বিষ খাইয়ে মেরে বাবার আত্মহনন চেষ্টা

কুমিল্লা: কুমিল্লার মেঘনা উপজেলায় পারিবারিক কলহের জেরে জোনাকি নামে তিন বছরের কন্যাশিশুকে বিষ খাইয়ে মেরে আত্মহননের চেষ্টা করেছেন মো. আবুল হোসেন নামে এক ব্যক্তি।

শুক্রবার (৯ মার্চ) রাতে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের চালিভাঙ্গা গ্রামে নিজেদের ঘরে কন্যাকে বিষ খাওয়ানোর পর তা খেয়ে ফেলেন আবুলও।

দু’জনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলেও শনিবার (১০ মার্চ) সকালে শিশুটি মারা যায়।

চিকিৎসাধীন রয়েছেন আবুল।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সামসুদ্দিন বাংলানিউজকে জানান, স্ত্রীর সঙ্গে কলহের জের ধরে অভিমান করে প্রথমে জোনাকিকে বিষ খাইয়ে পরে নিজেই বিষ পান করেন আবুল।  

স্থানীয়রা বিষয়টি জানতে পেরে তাদের ঢামেকে নিয়ে যান। সেখানে সকালে শিশুটির মৃত্যু হয়। আবুল এখন চিকিৎসাধীন। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।