ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ ব্যবসায়ীকে চেক প্রদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ ব্যবসায়ীকে চেক প্রদান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ ব্যবসায়ীকে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে

লালমনিরহাট: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার  ৭ ব্যবসায়ীর মধ্যে চেক বিতরণ করা হয়েছে।

ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেককে ৫ হাজার টাকা করে চেক দেওয়া হয়।

শনিবার (১০ মার্চ) দুপুরে উপজেলার পাটিকাপাড়া ইউপি চেয়ারম্যান কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়।

চেকপ্রাপ্তরা হলেন- উপজেলা পারুলিয়া এলাকার হোটেল মালিক হোসেন আলী, মুদি দোকান মালিক আবুল হোসেন, আব্দুল রহিম, আব্দুল গফুর, আনারুল ইসলাম, কাপড়ের দোকান মালিক সামছুল হক ও কম্পিউটারের দোকান মালিক কামরুজ্জামান।

 হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেকগুলো হস্তান্তর করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদ, পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের ( ইউপি) চেয়ারম্যান শফিউল আলম রোকন ও সিন্দুর্না ইউপি চেয়ারম্যান নূরল আমিন।

উল্লেখ্য, গত ৭ মার্চ (বুধবার) সকালে পারুলিয়া বাজারে হোটেলের কেরোসিন চালিত চুলা বিস্ফোরণে ৭টি দোকান পুড়ে যায়। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।