ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস খুবই কম জানে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস খুবই কম জানে বক্তব্য রাখছেন আ ক ম মোজাম্মেল হক।

টাঙ্গাইল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আমাদের দুর্ভাগ্য এই প্রজন্ম মুক্তিযুদ্ধের কথা খুবই কম জানে। এজন্য শুধু এ প্রজন্মই দায়ী নয়। আমরা যারা রাষ্ট্র পরিচালনা করি আমরাও এ দায় এড়াতে পারি না। 

শনিবার (১০ মার্চ) দুপুরে মির্জাপুর উপজেলার ভাওড়া উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান প্রজন্ম ১৯৪৮ থেকে ৫২ ভাষা আন্দোলন, ৫৪ সালের নির্বাচন, ৬৬ সালের ছয় দফা, ৬৯ গণঅভ্যুত্থান, আগরতলা ষড়যন্ত্র মামলা, ৭০ নির্বাচন ও পরবর্তীতে ৭১’র নয় মাসের রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের ইতিহাস সম্পর্কে খুবই কম জানে।

কারণ পাঠ্য বইয়ে এসব ইতিহাস খুবই সামন্য তুলে ধরা হয়েছে। এছাড়া স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানী হানাদার বাহিনীর দোষর জামায়াত ইসলাম, আল বদর, আল শামস তারা কি করেছে, কিভাবে অগ্নি সংযোগ, মা বোনদের ধর্ষণ, বাড়ি-ঘর লুটপাট, নির্বিচারে গণহত্যা চালিয়েছে তারও উল্লেখ নেই বললেই চলে। পাঠ বইয়ে এসব ইতিহাস বড় আকারে থাকা আবশ্যক বলে মন্ত্রী মনে করেন। তিনি বলেন, না থাকার জন্য এজন্য আমরা যারা সরকারে আছি তারা এ দায় এড়াতে পারি না।

তিনি আরো বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে পিএসসি পরীক্ষায় ১০০ নাম্বার থাকবে। ৫০ নাম্বার ১৯৪৮ সাল থেকে ৭০ সালের ঘটনাবলীর ইতিহাস আর বাকী ৫০ নাম্বার ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধের নয় মাসের ইতিহাস সম্পর্কে দেওয়া হবে। তাই মন্ত্রী ছাত্র-ছাত্রীদের স্বাধীনতার ইতিহাস জানার তাগিত দেন।

সাবেক অতিরিক্ত সচিব ও পিএসসির সাবেক সদস্য মো. ওয়াজেদ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি, রাশিয়ার পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভারসিটি অধ্যাপক ইয়েছিনা জয়া ইভানোভনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিদ্যা বিভাগের অধ্যাপক ড. চৌধুরী কামরুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।